নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রান্নার গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি করা হচ্ছে তাই এবার মোদী সরকারের বিরুদ্ধে রবিবার মাটির উনুনে কাঠ জ্বেলে রান্না করে অভিনব প্রতিবাদ জানাল প্রাক্তন কাউন্সিলার মৌ রায়ের নেতৃত্বে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস।
মেদিনীপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিধান নগর এলাকায় প্রাক্তন কাউন্সিলার মৌ রায় তার বাড়ির সামনে সংগঠনের কর্মীদের নিয়ে রাস্তার উপর কাঠের উনুনে রান্না করে রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানান। পাশাপাশি এই মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত বাংলার মহিলাদের ভোট না দেওয়ার জন্য তিনি আর্জি জানান তিনি ৷
আরও পড়ুনঃ ফালাকাটায় টোটো চালকদের নতুন নিয়মের সূচনা
মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায় বলেন, নরেন্দ্র মোদীর সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে। রান্নাঘরের যে স্বাধীনতা মেয়েদের তা তিনি হরণ করেছেন। তাই মোদী সরকারকে একুশের বিধানসভা নির্বাচনে একটি ভোটও নয়।
তিনি আরও বলেন যে, এক মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ১০০ টাকা,এটা কি মোদী সরকারের আচ্ছে দিনের নমুনা ? তিনি আরও বলেন যে, রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেস আগামীদিনে লাগাতার আন্দোলন শুরু করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584