পারুইয়ে মাওবাদী পোস্টার ঘিরে শুরু তৃণমূল-বিজেপির বাক্ যুদ্ধ

0
57

পিয়ালী দাস, বীরভূমঃ

মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের পারুই থানার বেশ কয়েকটি গ্রামে। বুধবার গোলাপবাগ, হাঁসরা, সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে তৃণমূল নেতাদের নাম করে মাওবাদীরা পোস্টার দিয়েছে এমনটাই দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। এরপরে খবর দেওয়া হয় পারুই থানায়।

name | newsfront.co
এই সেই পোস্টার। নিজস্ব চিত্র

পুলিশ এসে পোস্টারগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার তৃণমূল কংগ্রেসের দশ জন নেতাদের নাম করে পোস্টারে লেখা হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা ফেরত দেওয়ার জন্য। তবে স্থানীয় তৃণমূল নেতা মোস্তাক হোসেনের দাবি, “বিজেপি চক্রান্ত করে এই ধরনের পোস্টার রাতের অন্ধকারে গ্রামে সাঁটিয়ে দিয়ে যাচ্ছে। মাওবাদীর নাম করে আতঙ্ক ছড়াবার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ বৃষ্টিতে ধস সেবকে,বিচ্ছিন্ন সিকিম- কালিম্পং সড়ক যোগাযোগ

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় আছে বিজেপি। মাওবাদীর ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি বানচাল করায় বিজেপির মূল উদ্দেশ্য।” বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল দাবি করেন, “তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার পড়েছে।

প্রকাশ্যে দলের দুর্নীতির প্রতিবাদ করতে পারছে না বলে তৃণমূল কংগ্রেসের একদল কর্মী মাওবাদীর নামে পোস্টার ফেলে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রকাশ করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here