দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় এড়াতে নয়া ফর্মুলা মুখ্যসচিবের

0
197

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : ছবি সংগৃহীতদুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়া ভিড় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে নাম নথিভুক্ত করতে ওই দুয়ারে সরকার ক্যাম্পে হুড়োহুড়ি করছে আমজনতা। ক্যাম্পে মহিলাদের এমন ভিড় উপচে পড়ছে যে ইতিমধ্যে মালদার একটি ক্যাম্পে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি যে বেসামাল হয়ে উঠছে, সেটা কার্যত পরিষ্কার। এই অবস্থায় বুধবার দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, সেই ভার্চুয়াল বৈঠকেই জেলাশাসকদের দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে ভিড় কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে বুথ ভিত্তিক আবেদন পত্র দেওয়া যায় নাকি, এই দিনের বৈঠকে সে বিষয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারে আবেদনের জন্য বুথভিত্তিক ফর্ম দেওয়া যায় কি না, সেই বিষয়ে পরামর্শ দেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, সন্ধ্যা ৭টা থেকে ভিডিও কনফারেন্সে আধঘণ্টার একটি বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জেলাশাসকদের বলেন, “কোনওভাবেই দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে ভিড় করা যাবে না। প্রয়োজনে আপনারা বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য প্রয়োজনীয় প্রচার করুন। তাহলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”

গত সোমবার থেকেই রাজ্য সরকার “দুয়ারে সরকার” ক্যাম্প শুরু করেছে। দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে সবথেকে বেশি ভিড় হচ্ছে লক্ষীর ভাণ্ডার ক্যাম্পে। বুধবার পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা পড়েছে ৪৬ লক্ষ। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তের জন্য ৩০ লক্ষ আবেদন জমা পড়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এত ভিড় ফের নতুন করে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেহেতু এ বার লক্ষ্মীর ভান্ডার-এর জন্য সবথেকে বেশি ভিড় হচ্ছে, তাই এই প্রকল্পের ফর্মই বুথভিত্তিক দেওয়া যায় কি না সেই বিষয়টি জেলাশাসকদের দেখতে বলেছেন তিনি। এছাড়াও, ভিড় এড়াতে মুখ্য সচিব এদিন দুয়ারে সরকার ক্যাম্প বাড়ানোরও নির্দেশ দেন জেলাশাসকদের। এদিন সকালে মুখ্যসচিব জেলাশাসকের নির্দেশ পাঠান, যে যদি প্রয়োজন হয়, তবে ভিড় এড়াতে হলে দুয়ারে সরকারের ক্যাম্প বাড়াতে হবে বলেই নবান্ন সূত্রে খবর। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে বুথ ভিত্তিক আবেদনপত্র গেলে ভিড় অনেকটাই এড়ানো যাবে বলেই মনে করছেন আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here