নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বন দফতর। বেলদা থানার খাকুড়দার উত্তর বাসুটিয়ার বাসিন্দা শক্তিপদ পণ্ডিতের বাড়ির সামনে ঘুরতে দেখা যায় জলজ এই কচ্ছপটিকে। বন দফতরে খবর দেওয়া হয়।
![tortoise rescue from belda | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/02/tortoise-rescue-from-belda.jpg)
বেলদা বন দফতরের দুই কর্মী গিয়ে উদ্ধার করে আনেন বিরল এই কচ্ছপটিকে। শক্তিপদ পণ্ডিতের এই কাজের প্রশংসা করেছে বন দফতর। শনিবার কচ্ছপটিকে হিজলি রেসকিউ সেণ্টারের হাতে তুলে দেবে বন দফতর। বন দফতর সূত্রে জানাগেছে পেনিনসুলা কুটার প্রজাতির এই কচ্ছপ মূলত নদীর মিস্টি জলের বাসিন্দা।
![tortoise rescue from belda | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/02/tortoise-rescue-from-belda2-768x1024.jpg)
![tortoise rescue from belda | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/02/tortoise-rescue-from-belda3-768x1024.jpg)
আরও পড়ুনঃ বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল কোচবিহারের একটি বহুতল
কোনওভাবে দিগভ্রস্ট হয়ে এই এলাকায় চলে এসেছে। তবে কোথাও পাচার করতে যাওয়ার সময় পড়ে গিয়ে ঐ এলাকায় এসেছে কিনা তা তদন্ত করে দেখছে বন বিভাগ।
এদিকে উদ্ধার হওয়া ঐ কচ্ছপটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হিজলি ফরেস্ট রেসকিউ সেন্টারে পাঠানো হচ্ছে। পরে নদীতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন বন বিভাগের আধিকারিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584