শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মহামারীর সময়ে রাজ্যে রোজগারহীন গরিব মানুষের যাতে রেশন পেতে অসুবিধে না হয়, তার জন্য প্রথম থেকেই যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে রাজ্য। অভিযোগ ওঠামাত্র বদলি করে দেওয়া হয়েছিল খাদ্যসচিবকে। তা সত্ত্বেও সুযোগ বুঝে রাজ্যে রেশন দুর্নীতি লাগামহীন ভাবে বেড়েই চলেছে। এবার আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন।গ্রেফতার করা হল ১৯ রেশন ডিলারকে। শোকজ করা হয়েছে ২৭১ জনকে। এই তথ্য জানিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সঙ্গে খাদ্য কমিশনারকেও ডেকে সমস্ত বিষয়টি ব্যাখ্যা চেয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।
লকডাউনের সময় রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে প্রথম থেকেই অভিযোগ করছে বিরোধী দলগুলি। অভিযোগ, বহু জায়গায়, রেশন দোকানের পরিবর্তে তৃণমূলের স্থানীয় কার্যালয় থেকে রেশন বিলি হচ্ছে। ফলে তৃণমূল অনুগামীরা ছাড়া সবাই রেশন পাচ্ছেন না।
যেসব জায়গায় রেশন দেওয়া নিয়ে ঝামেলা চলছে, সেসব জায়গায় আপাতত এখন রেশন দেওয়া হবে না বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রেশনে দোকানের লাইসেন্স বাতিল হয়েছে বলেও খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সূত্রের দাবি, যেখানে যেখানে রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সব জায়গায় আপাতত চাল-ডাল বিলির ব্যবস্থা সরাসরি খাদ্য দফতরের অফিসাররা সরাসরি সামলাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যের দাবি, তিন মাসের জন্য ৯ লাখ মেট্রিক টনের জায়গায় এখনও পর্যন্ত মাত্র ৩ লাখ মেট্রিক টন চাল পেয়েছে রাজ্য। এদিকে ডাল প্রয়োজন প্রতি মাসে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে এখনও পাওয়া গিয়েছে মাত্র ৪ হাজার মেট্রিক টন। রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষার আওতাধীন বেনিফিশিয়ারির সংখ্যা ৬ কোটি ১ লক্ষ। পরিমান মত চাল ডাল না পাওয়ায় রেশন ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে বলেই অভিযোগ করেছে রাজ্য। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে চিঠি লিখে কেন্দ্র সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584