ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। মৃত্যুর নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে ভারত।
India's #COVID19 case tally crosses 30 lakh mark with 69,239 fresh cases and 912 deaths in the last 24 hours.
The #COVID19 case tally in the country rises to 30,44,941 including 7,07,668 active cases, 22,80,567 cured/discharged/migrated & 56,706 deaths: Ministry of Health pic.twitter.com/28wnEi7y5n
— ANI (@ANI) August 23, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬৯২৩৯ এবং মৃত্যু হয়েছে ৯১৩ জনের। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০লক্ষ ৪৪হাজার ৯৪১ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৭ লক্ষ ৭ হাজার ৬৬৮ জন।একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৯৮৯ জন। যার দরুণ সুস্থ হয়ে উঠেছেন ২২ লক্ষ ৮০ হাজার ৫৬৭ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৭০৬।
দেশে প্রথম করোনা বিদ্ধস্ত রাজ্য মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৯৯৫ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪২০ জনের। দেশের তৃতীয় করোনা বিদ্ধস্ত প্রাণহানির সংখ্যা ৩ হাজার ১৮৯ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584