নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত তটভূমি সাফাই অভিযান চালান পুলিশ এবং মৎস্যজীবীরা।
সোমবার সকালে দিঘা মোহনার মৎস্যজীবি সংগঠন এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের যৌথ উদ্যোগে চলে এই অভিযান। মোহনা থেকে সিহক ঘোলা পর্যন্ত আড়াই কিমি সৈকতজুড়ে চলে সাফাই কর্মসূচি। অভিযানে সামিল হন আগত পর্যটকরাও।
আরও পড়ুনঃ ঘোষপুকুর রুরাল ট্রাফিক পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন
প্লাস্টিক বিরোধী স্লোগান এবং বর্জনের বার্তাও দেওয়া হয় স্থানীয় দোকানি, ব্যবসায়ী এবং মৎস্যজীবিদের। শুধু তাই নয় এদিন সকালে মৎস্যজীবী ও মোহনা থানার পুলিশ কর্মীরা সকলে এসে একত্রিত হয়ে হাত লাগিয়ে সমুদ্র সৈকত ভূমি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, এদিনের এই সাফাই অভিযান এ উপস্থিত ছিলেন দিঘা উপকূল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ও দিঘা ফিশার ম্যান এন্ড সিস্টার্স এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস, সভাপতি পবন কর সহ অন্যান্য আধিকারিক ও পর্যটকরা, মূলত পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে এদিন এই অভিযান।
আগামী দিনে যাতে প্রত্যেকটা মানুষ এবার তাকে নিয়েই এগিয়ে চলে সেই লক্ষ্যেই এই অভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584