সুদীপ পাল,বর্ধমানঃ
সংকীর্ণ সেতুর দুদিকে লোহার বার বসানো হয়েছিল যাত্রীবাহী গাড়ি আটকানোর জন্য।এই দুটি লোহার বারের মধ্যে একটি অনেক আগেই ভেঙে গেছে।অন্যটি হঠাৎ ভেঙে পড়ায় ভাতছালা এলাকায় ব্যাপক যানজট দেখা দিল। স্থানীয় সূত্রে জানা যায় হাজার ১৯৯৫ সালে বাঁকা নদীর উপর এই সেতু তৈরি হয়েছিল। প্রথম থেকেই সেতুটি সংকীর্ণ এবং দুর্বল হওয়ায় ভারী গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।কিন্তু দেখা গেল অনেক ক্ষেত্রেই সে নিষেধ মানা হচ্ছে না।
তাই কার্যত বাধ্য হই সেতুর দুদিকে দুটি লোহার বার বসানো হয়েছিল।এক দিকের বার আগেই ভেঙে ছিল।যে বারটি অবশিষ্ট ছিল সেটি মুরগি বোঝাই গাড়ির ধাক্কায় একেবারেই ভেঙে পড়ে। দেখা যায় সেই বারটি পেরোতে গিয়ে একটি টোটো আটকে যায়। চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েও বারটি মেরামতি না করার ফলে এই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও বর্ধমান পুরসভার তরফে জানা যায়,খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে।টেন্ডার ইতিমধ্যেই হয়েছে।
আরও পড়ুনঃ ভুয়ো অ্যাকাউন্ট থেকে রেল টিকিট বিক্রির অভিযোগে ধৃত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584