মনিরুল হক, কোচবিহারঃ
১০০ দিনের কাজকে কেন্দ্র করে বিজেপি-তৃনমূল সংঘর্ষে আহত ২। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছে তৃণমূল কর্মী প্রশান্ত বর্মন ও বিজেপি কর্মী দেবেন বর্মন। পরে আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ হচ্ছিল। কিন্তু সেই কাজ ঠিক ঠাক হচ্ছিল না বলে প্রতিবাদ করে বিজেপির কর্মী সমর্থকরা। এরপর তারা সকলে বাড়ি ফিরে যান।
অভিযোগ, দেবেন বাবুকে রাস্তায় একা পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপির কর্মী সমর্থকেরা। গুরুতর অবস্থায় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এদিনের এই ঘটনায় বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল কংগ্রেস।
এ বিষয়ে বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযোজক উৎপল দাস জানান, ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল স্বজনপোষণ করছিল। শনিবার গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে গেলে তৃণমূল কর্মী প্রশান্ত বর্মন তাঁদের ওপর দলবল নিয়ে হামলা চালান। সেখানেই বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ।
বিজেপির ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লকের কো-কনভেনার সুরেশ বর্মন বলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি এলাকায় ১০০দিনের কাজ বন্ধ করে দিয়েছিল। ফলে গ্রামবাসীরা সমস্যায় পড়েছিলেন। তৃণমূল হয়ে জয়ী পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকায় ১০০ দিনের কাজ শুরু করে। সেই কাজের বাঁধা দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীরা। তৃণমূল কোনও বিজেপি কর্মীকে মারধর করেনি। পাল্টা দেবেন বর্মণ নামে এক বিজেপি কর্মী আমাদের তৃনমূল কর্মী প্রশান্ত বর্মণকে মারধর করেন। যদিও বিষয়টি নিয়ে পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি।
বক্সিরহাট থানার ওসি কাশ্যপ রাই জানান, ঘটনার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584