দিল্লির সরকারি স্টেডিয়ামে আমলা কুকুর নিয়ে হাঁটবেন তাই অনুশীলনে কাটছাঁট অ্যাথলিটদের

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর সহ হাঁটবেন আমলা, তাই প্রবেশ নিষেধ ক্রীড়াবিদদের! এমনই অভিযোগ উঠেছে রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারের বিরুদ্ধে। ২০১০ সালেকমনওয়েলথ গেমসের কারণে
তৈরি হয় এই সরকারি স্টেডিয়াম। কিন্তু বিগত কয়েকমাস যাবত অভিযোগ উঠেছে,সন্ধ্যা ৭ টার মধ্যে খালি করে দিতে হয় স্টেডিয়াম কারণ আমলা তাঁর কুকুর-কে নিয়ে হাঁটবেন।

চিত্র সৌজন্যঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জাতীয় স্তরের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে একজন কোচ জানিয়েছেন, স্টেডিয়ামে সন্ধ্যা ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত অনুশীলন করতেন কিন্তু বর্তমানে তাঁদের স্টেডিয়াম খালি করে দিতে হয়। অন্যদিকে ১৯৯৪ সালের আইএএস আধিকারিক খিরওয়ার জানিয়েছেন, অভিযোগের কোন সত্যতা নেই। মাঝে সাঝে তিনি পোষ্যকে নিয়ে স্টেডিয়ামে হাঁটতে যেতেন একথা ঠিক, তবে তা কখনোই ক্রিড়াবিদদের অনুশীলন বন্ধ করে নয়। এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here