অসুস্থ চালক নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

0
223

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

turn down bus at gopiballavpur | newsfront.co
নিজস্ব চিত্র

গোপীবল্লভপুরে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। জখম প্রায় ২০ জন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বাস দুর্ঘটনা ঘটে। ২০ জন গুরুতর জখম। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তাঁদের সকলকে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

injured by turn down bus at gopiballavpur | newsfront.co
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

শনিবার সকালে ব্যস্ত কাজের সময় এমনই ঘটনায় প্রানে বেঁচে গেলেও আহত হয়েছেন প্রায় ২০ জন। যাত্রীদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বাসের মধ্যে থাকা এক যাত্রী সুকান্ত বেরা জানান, ধুমসাই থেকে ঝাড়গ্রামে আসা বাসের মধ্যে আমি বসেছিলাম। গোপীবল্লভপুর পেরিয়ে বেলিয়াবেড়া থানার কানপুর ভাববাচক নামক জায়গায় হঠাৎ বাসের চালক মাঝ বয়সী অসুস্থ বোধ করেন।প্রচুর ঘাম ঝরতে থাকে এবং অস্বস্তি বােধ করতে থাকে। রাস্তার মাঝে বাসটি দাঁড় করিয়ে ঝুঁকে পড়েন স্টিয়ারিংয়ে। ছুটে আসেন কন্ডাক্টর ও হেল্পার।

turn down bus at gopiballavpur | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজপুরে অটো উল্টে মৃত্যু মহিলা যাত্রীর

চালককে জল দেওয়া হয়। কিছুটা জল খান তিনি এবং চোখে জলের ঝাপটা দেন। মিনিট খানেকের মধ্যে সুস্থ বোধ করার পর আবার গাড়ি চালাতে শুরু করার জন্য এক্সিলেটারে পা দিয়েই ঝুঁকে স্টিয়ারিংয়ের ওপর পড়ে যান চালক। এরপরই অনিয়ন্ত্রিত বাসটি নেমে যায় ধানের জমিতে তার পরই উল্টে যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here