নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিধায়ক পদে রাজ্যের দুই মন্ত্রী-সহ ১২ জন বিধায়ক আজ শপথ নিলেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় শপথ নেওয়া থেকে বিরত ছিলেন, আজ তারা শপথ নিলেন।
অপরদিকে ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও করোনার কারণে শপথ নিতে পারেননি।রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রথীন ঘোষ সহ মোট ১২ জন বিধায়ক ওই সময় শপথ নিতে পারেননি।
আরও পড়ুনঃ ‘উপহাসের পাত্রে পরিণত হয়েছি আমরা’, নারদ মামলায় ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম সিনহা
উল্লেখ্য, একই কারণে শপথ নিতে পারেননি বিজেপির ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস। এই দুই বিধায়ক এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ প্রত্যেকেই আজ বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন। প্রথম দফায় জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা ও রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু শপথ নেননি, তারাও আজ শপথ নিলেন।
আরও পড়ুনঃ জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় করোনায় সংক্রমিত হওয়ায় শপথ নিতে পারেননি এদিন।আজকের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ও বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584