তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
শুক্রবার বিকেলে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে স্বপনগড় মার্কেট কমপ্লেক্সে ২১ শে জুলাইয়ের বর্ধিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো । বর্ধিত প্রস্তুতি সভার পাশাপাশি এই দিন মহিসাস্থলি অঞ্চল থেকে শতাধিক সিপিআইএম কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
এই বর্ধিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান , বিধায়ক ইদ্রিস আলী , প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হাসান সহ বিভিন্ন জেলা ও ব্লক নেতৃত্ব। ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আফরোজ সরকার বলেন ২১ শে জুলাই ১৯৯৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে পালন করেন। প্রতিবছর আমরা ২১ শে জুলাই ধর্মতলায় যাই , এইবছর ও যাবো । এই বছর ব্লক থেকে প্রায় ১০ হাজার মানুষ নিয়ে কলকাতা ধর্মতলায় মুখ্যমন্ত্রীর সমাবেশে যোগদান করবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584