তুফানগঞ্জের স্কুলে আশ্রয় সাতাশটি পরিবারের, রায়ডাকে হলুদ সংকেত

0
70

মনিরুল হক, কোচবিহারঃ

লাগাতার বৃষ্টিতে এবং ভুটান পাহাড়ের জল ছাড়ার কারণে কোচবিহারের নদী গুলিতে জল বেড়েছে। তুফানগঞ্জের রায়ডাক নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত। গতরাত থেকে জল বাড়তে শুরু করে রায়ডাক নদীতে। ফলে জলমগ্ন হয়ে পড়ে তুফানগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাতাশটি বাড়ি। রাতেই পৌরসভার তরফে ওই পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ এন এন হাইস্কুল ও ইলাদেবী হাইস্কুলে। পরিবারগুলির জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হলেও ত্রাণ নেই বলে অভিযোগ। ফলে দেখা দিয়েছে ক্ষোভ।

নিজস্ব চিত্র

এবিষয়ে পৌরসভার চেয়ারম্যান অনন্ত বর্মা বলেন, “ওদের অনেক রাতে আনা হয়েছে। সব ব্যবস্থাই করা হচ্ছে।” বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছে পৌরসভা। নজর রাখছে জেলা প্রশাসনও।
তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিঞা এদিন দুর্গত পরিবারের লোকদের সঙ্গে দেখা করে।

নিজস্ব চিত্র

ব্যক্তিগত ভাবে তিনি দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন। তিনি বলেন, “নদীতে জল বেড়েছে। কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলিমারি, বালাভুত, শালবাড়ি ১ নং অঞ্চলের কিছু অংশে বেশি জল হয়। নদীর জলে প্রায় আড়াই হাজার মানুষ সমস্যা সম্মুখীন হয়েছে বলে জানতে পেরেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here