সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর এক নম্বর ব্লকের সিতেগাছি এলাকায়।মৃতা অর্পিতা মন্ডল (১১) তারই ছোট বোন অঙ্কিতা মন্ডল বয়স(৯)।জলে ডুবে মারা যায়,আজই লক্ষ্মীপুজো থাকায় মা বাবা দুজনে কাছাকাছি বাজারে গিয়েছিল।বাবা জয়নগরের ইলেকট্রিক সাপ্লাই অফিস এ কাজ করে।দুই বোন পাশের পুকুরে স্নান করতে যায়। সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তাদের।
ছোটটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন বড় বোনের খোঁজ শুরু করে।তাকে জলের মধ্যে পাওয়া যায়।দুজনকে নিয়ে স্থানীয় মথুরাপুর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।স্থানীয়দের ধারণা ছোট বোনকে পুকুরে ডুবে যেতে দেখে বড় মেয়েটি তাকে বাঁচাতে যায়।যার ফলে দুজনেরই মৃত্যু হয়। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
আরও পড়ুনঃ পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584