মনিরুল হক, কোচবিহারঃ
করোনায় আক্রান্ত দিনহাটা পুরসভার প্রশাসক ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হল। সেখানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানা গিয়েছে।
গতকাল তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
তিনি নিজেই স্যোসাল মিডিয়ায় পোস্ট করে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। এরপরেই দিনহাটা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে কোচবিহারের দুই তৃণমূল নেতা বিষ্ণুব্রত বর্মণ ও ভূষণ সিং ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে বিষ্ণুব্রত আগেই করোনা মুক্ত হয়েছেন। এদিন শিলিগুড়ির একটি নার্সিংহোম থেকে ভূষণ সিংকেও ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে বাড়ছে সংক্রমণ,লকডাউন মানার আবেদন প্রশাসনের
এদিকে গতকালই কোচবিহার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা যখন আক্রান্ত হচ্ছিলেন ,তখন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছিল। কিন্তু তারপর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। সম্প্রতি গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার পর আবারও আক্রান্তের সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে আশার কথা একটাই দ্রুততার সাথে করোনা মুক্ত হওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে কোচবিহারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584