নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
বিদ্যাধরী নদীর চর থেকে পুঁতে রাখা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বসিরহাট মহাকুমার গোপালপুরে এক নম্বর অঞ্চলের নতুন পাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যাধরী নদীর শাখা হাড়িভাঙ্গা খাল চরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ দেখতে পান গ্রামবাসীরা।

তারপর হাড়োয়া থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে নদীর পাড়ে গেলে জোয়ার থাকার কারণে মৃতদেহ উদ্ধার করতে অনেকটা সময় লেগে যায়।
আরও পড়ুনঃ ঘুঘুমারিতে সরকারি বাসচালককে মারধরের অভিযোগ বেসরকারি বাস ড্রাইভারের বিরুদ্ধে
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ বালির মধ্য থেকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনায় হাড়োয়া থানা একটি অস্বাভাবিক খুনের মামলা রুজু করেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। কোথা থেকে এলো এই ব্যক্তি? ওই ব্যক্তির পরিচয় কি? কি কারণে মৃত্যু? সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584