শ্রমিকদের ১২ঘন্টা কাজ করানোর যাবে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের খসড়া প্রস্তাব

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার কি তবে দৈনিক সর্বোচ্চ ৯ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করতে হবে? কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের খসড়া প্রস্তাবে তেমনটাই বলা হয়েছে, যদিও এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এই খসড়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সকলের পরামর্শ চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এই সব পরামর্শের ওপর আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে শ্রমমন্ত্রক সূত্রে।

Labour | newsfront.co
প্রতীকী চিত্র

এ যাবৎ , দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হতো কর্মীদের। অর্থাৎ প্রতি সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হতো, এই সময়সীমা একই থাকছে বলে খবর। বাড়তি কাজের সময়ের হিসাবও এই খসড়ায় জানিয়েছে শ্রম মন্ত্রক। কাজের বাইরে খুব বেশি হলে ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করতে হতো আগে, অর্থাৎ ৮ঘন্টার পরিবর্তে ৯ ঘন্টা কাজ করতে হতো কখনও।

আরও পড়ুনঃ দলনেত্রীর সাথে দেখা করার দাবিতে তৃণমূল সদর কার্যালয়ে সামনে ধরনা কর্মীদের

সেই সময়ের পরিবর্তন আসতে চলেছে, শ্রম মন্ত্রকের নতুন খসড়া (Draft) প্রস্তাবে,এবার থেকে প্রয়োজনে এক ঘণ্টা নয়, চারঘণ্টা বেশি সময় কাজ করতে হতে পারে। দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা কাজের প্রস্তাব রাখতে চলেছে শ্রমমন্ত্রক। তবে দৈনিক কাজের সময় পরিবর্তন হলেও, সাপ্তাহিক কাজের সময় ৪৮ ঘণ্টার বেশি করা যাবে না কোনওভাবেই।

আরও পড়ুনঃ বিহার নির্বাচনের পূর্বে ২৮২ কোটি টাকার নির্বাচনী বন্ড ইস্যু করেছে এসবিআই

সংসদের বাদল অধিবেশনে শ্রম মন্ত্রকের তরফে কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ বিষয়ে তিনটি বিল পাশ করানো হয়। দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টার কাজ প্রস্তাবটিও এই নতুন বিল গুলিতে আনা হয়েছে বলে শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ লাল ছেড়ে গেরুয়াতে আস্থা হলদিয়ার ২২ বাম নেতা-কর্মীর

এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করেই দৈনিক কাজের সময়সীমা বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। এতে কাজে গতিও আসবে, একই সঙ্গে কর্মীরাও অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন। আগে খুব বেশি হলে ১ ঘণ্টার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া যেত। এখন তা আরও বাড়ছে। শ্রমিকস্বার্থেই এই সিদ্ধান্ত।

শ্রমিক সংগঠনগুলি এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়েছেন, তাঁদের অভিযোগ,এই প্রস্তাবে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র, যা তাঁরা সর্বশক্তি দিয়ে রুখবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here