ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার করোনা আক্রান্ত হলেন করোনা প্রতিরোধে ‘পাঁপড়’ দাওয়াই দেওয়া কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বর্তমানে এইমসে চিকিৎসাধীন। এই নিয়ে মোদি মন্ত্রিসভার চার সদস্য করোনা আক্রান্ত।
कोरोना के शुरूआती लक्षण आने पर मैंने टेस्ट करवाया व पहली जाँच नेगेटिव आने के बाद आज दूसरी जाँच पॉजिटिव आई है।
मेरी तबीयत ठीक है परन्तु चिकित्सकीय सलाह पर AIIMS में भर्ती हूँ। मेरा निवेदन है कि जो लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया अपने स्वास्थ्य का ध्यान रखे ।— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) August 8, 2020
সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করে ‘পাঁপড় খাও, করোনা ভাগাও’- দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল।
তিনি দাবি করেন যে একটি বিশেষ ব্র্যান্ডের পাঁপড় খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। ফলে তৈরি হবে করোনা সংক্রমণ রোধ করার শক্তিও। তিনি দাবি করেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই পাঁপড়। আসলে সেই বিশেষ ব্র্যান্ডের পাঁপড়ের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি জানান , আত্মনির্ভর প্রকল্পের অধীনে এসেছে পাঁপড়ের এই ব্র্যান্ডটি।
আরও পড়ুন:ফের করোনায় আক্রান্ত শাসক দলের আরও এক বিধায়ক রুকবানুর রহমান
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কেন্দ্রীয় শিল্প প্রতিমন্ত্রীর সেই ভিডিও। করোনা আবহের মধ্যে তাঁর এহেন মন্তব্য নিয়ে ট্রোলেও মেতে ওঠে নেটদুনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584