নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
লাইসেন্স রিনিউ না করেই দিব্যি চলছিল নার্সিংহোম। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে তড়িঘড়ি লাইসেন্স বিহীন নার্সিংহোমকে সিল করা হল ৷
প্রশাসনিক সূত্রে জানাযায়, বেশ কয়েক মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশ লাইসেন্স শেষ হয়ে যায় । এর পর দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য- আধিকারিকের দফতর থেকে বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথিপত্র প্রদান ও নার্সিংহোমের পরিকাঠামোগত ত্রুটি সংশোধনের মাধ্যমে ক্লিনিক্যাল এস্টাব্লিশ লাইসেন্স রিনিউ করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ খড়্গপুরে ‘আপনার মতামত, বিজেপির ঘোষণাপত্র’ শীর্ষক কর্মসূচির সূচনা দিলীপ ঘোষের
অভিযোগ জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশের পরেও বিনা লাইসেন্সে সম্পূর্ণ অবৈধ উপায়ে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগী ভর্তি,অস্ত্র প্রচার থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা ব্যবস্থা চালাতে থাকে ওই নার্সিংহোমে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিপুল পরিমাণে ইলিশ উদ্ধার
এদিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য- আধিকারিকের লিখিত নির্দেশের পরই মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সম্পূর্ণ অবৈধ ভাবে চলতে থাকা নার্সিংহোমটিকে সিল করে বংশীহারী থানার পুলিশ। অভিযানেউপস্থিত ছিলেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, আইসি মনোজিৎ সরকার সহ বংশীহারী থানার পুলিশ বাহিনী ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584