মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় জমজমাট শহরতলী। মণ্ডপে প্রবেশ নিষেধ থাকলেও মণ্ডপের বাইরে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। শহরেরে ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গাপুজোর মধ্যে দমদম পার্ক ভারতচক্রের পুজো অন্যতম। এবছর ভারতচক্রের পুজোর থিম ‘কৃষক আন্দোলন’। আর সেইজন্যই এই পুজোর মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বহু জুতো, চটি। ফলে এই মণ্ডপ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এমনই অভিযোগ তুলে আইনি নোটিস পাঠানো হল দমদম পার্ক ভারতচক্রের পুজো কমিটিকে।
দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিমে ফুটিয়ে তোলা হয়েছে লখিমপুরের মর্মান্তিক ঘটনাকেও। সেই প্রেক্ষাপটেই মণ্ডপের দেওয়ালে লেখা হয়েছে, “মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো।” এই মণ্ডপসজ্জা বাস্তবে শাসকদের আসল চেহারাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই পুজোর থিমকে কিষান মোর্চার সদস্যরাও আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আর এই কৃষক আন্দোলনকে পুজোর থিমের মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সেইমতো উপাদানও ব্যবহার করা হয়েছে। এতেই বাধ সেধেছেন এক আইনজীবী। তাঁর মতে, পুজোর মণ্ডপসজ্জায় জুতো, চটি ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। সেই কারণে দমদম পার্ক ভারতচক্রের পুজো উদ্যোক্তাদের আইনি নোটিস পাঠানো হয়েছে। ওই আইনজীবীর সঙ্গে একমত গেরুয়া শিবিরের সদস্যরাও। বিজেপি নেতাদের প্রশ্ন তুলছেন, যে কেন জুতো, চটি দিয়ে সাজানো হয়েছে মা দুর্গার পুজো মণ্ডপ? এই ইস্যুতে টুইটারে একটি পোস্টও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584