নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে ভগবানগোলা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণ এড়াতে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে একের পর এক এলাকা। এইরকমই বীরেন্দ্রনগর এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা হাওয়ায় , সেখানে সরকারি পরিষেবা নিয়ে সোমবার বসবাসকারীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে আধিকারিকদের ঘিরে রেখেই।
বিক্ষোভকারীদের অভিযোগ, বীরেন্দ্র নগর এলাকার কনটেইনমেন্ট জোনে বসবাসকারী অধিকাংশই হল দিন আনা দিন খাওয়া মানুষ। কেউ মাছ বিক্রি করেন, কেউ বা সবজি, কেউ ফেরি করে দিন যাপন করেন। এমনকি অনেকে নিজেদের ছোট ব্যবসা দাঁড় করানোর জন্য ব্যাঙ্ক থেকে লোনও নিয়েছেন।
আরও পড়ুনঃ ফের মাছ ধরতে গিয়ে বিপত্তি
সেই লোনের কিস্তি শোধ করার জন্য প্রতিদিন কাজে বাধ্য হয়েই বেরোতে হয়। একদিন কাজ বন্ধ থাকলে তাদের পক্ষে পরিবারের জন্য খাবার জোগাড় করাই মুশকিল। তাই বাধ্য হয়েই এই বিক্ষোভ দেখাচ্ছে তারা।
আরও পড়ুনঃ কার্শিয়াংয়ে নিয়ন্ত্রণহীন গাড়ি খাদে পড়ে মৃত্যু হল দু’জনের
প্রসঙ্গত, দিন কয়েক আগে ওই এলাকায় ১ জনের দেহে করোনা সংক্রমিত হওয়ার পরেই তা ক্রমশ ছড়িয়ে পড়ে এলাকায়।পরিস্থিতি সামাল দিতে স্থানীয় মেডিকেল টিমের লোকজন এলাকায় হাজির হয়ে করোনা টেস্টের বন্দোবস্ত করে।
বিক্ষোভকারীরা সকলেই চাইছেন, অন্তত সরকারি নিয়ম মেনে তাদের ন্যূনতম পরিষেবা খাদ্য , পানীয় জল, ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষার নিয়মিত ব্যবস্থা করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584