হালখাতার মিষ্টি খেয়ে অসুস্থ প্রায় পাঁচশো গ্রামবাসী

0
60

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

villagers are sick due to food poison
অসুস্থ ছাত্রী। নিজস্ব চিত্র

হালখাতার মিষ্টি খেয়ে প্রায় পাঁচশত গ্রামবাসি অসুস্থ হয়ে পড়লো।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্র মোহনপুর বিবেকানন্দ বাজারে।

villagers are sick due to food poison
মামনি হাঁসদা,অসুস্থ শিশুর মা। নিজস্ব চিত্র

অভিযোগ ক্ষেত্র মোহনপুরের বাজারের প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী শ্রীমন্ত কুমার পাত্র দোকানে হালখাতা ছিল,সেই অনুষ্ঠানে মিষ্টির প্যাকেট বিলি করা হয়।সেই মিষ্টি খায় অনেকেই।খাওয়ার পর পেটের যন্ত্রণা বমি পায়খানা শুরু হয়ে যায়।

villagers are sick due to food poison
আশীষ বেরা,স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

নতুন বাজারে স্থানীয় ডাক্তারের কাছে একের পর এক আসতে শুরু করে অসুস্থরা।আট থেকে আশি বছরের কেউ বাদ নেই।প্রায় ৫০০বেশি স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা এসে হাজির হন।

villagers are sick due to food poison
শুভদীপ রায়,মেডিকেল অফিসার।নিজস্ব চিত্র

খবর যায় প্রশাসনের কাছে।পাথরপ্রতিমা ব্লকের ব্লক নির্বাচন আধিকারিক ঐ এলাকার প্রশাসনকে নির্দেশ দেন তড়িঘড়ি এলাকায় আসার জন্য।

villagers are sick due to food poison
প্রিয় রঞ্জন মাঝি,পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ২৯ জন স্কুল পড়ুয়া

বর্তমানে এলাকায় পাথরপ্রতিমা ব্লক মেডিকেল অফিসের তরফ থেকে বসেছে মেডিকেল ক্যাম্প।

villagers are sick due to food poison
মেডিক্যাল ক্যাম্প। নিজস্ব চিত্র

হঠাৎ এত গুলো মানুষের অসুস্থতার কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পুলিশ পিকেটও বসানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here