নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জলের তোড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের নবনগর কালিবাড়ি এলাকায় মুজনাই নদীর উপর বাঁশের সাঁকো ভেসে গিয়েছে প্রায় সপ্তাহখানেক আগে। তারপরই নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করেন থার্মোকলের ভেলা।
আর তারপর নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ওই থার্মোকলের ভেলা। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় বিপজ্জনকভাবে ছোট এই ভেলায় চেপেই মুজনাই নদী পার হতে বাধ্য হচ্ছেন দু’পারের মানুষ। ছোট থার্মোকলের ভেলায় অসংখ্য সাধারণ মানুষ প্রতিদিন জীবন জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েই কোন রকম যাত্রী সুরক্ষা ছাড়াই ওই ভেলা করে পারাপার করেন। যে কোনও মুহূর্তেই দুর্ঘটনার সম্ভাবনা থাকছে বলে আশঙ্কা অনেকেরই।
আরও পড়ুনঃ নামছে না বেসরকারি বাস, ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাসমালিকদের সংগঠন
স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ সরকার বলেন , যাত্রী সুরক্ষার কোনও ব্যবস্থা নেই এখানে। তিনি আরও বলেন, প্রাণের ঝুঁকি নিয়েই তারা প্রতিদিনই এই ভেলায় যাতায়াত করেন।
বিশেষত বর্ষায় নদীতে যখন প্রচুর জল থাকে তখন সমস্যা আরও তীব্র হয়। তবুও প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় তাদের বলে জানান ওই বাসিন্দা। এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে একটি স্থায়ী পাকা সেতু তৈরি করার দাবি জানিয়েছেন এই নদী পারাপারের নিত্য যাতায়াতকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584