নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বহু প্রতিশ্রুতির পরেও রাস্তা পাকা হয়নি। তাই বেহাল রাস্তায় ধানের চারা বসিয়ে ও জাল দিয়ে মাছ ধরে অভিনব প্রতিবাদ করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত ইকবালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ইকবালপুর গ্রামের প্রায় দুই কিমি রাস্তার খুব খারাপ অবস্থা।
স্বাধীনতার এত বছর পরেও রাস্তা পাকা হয়নি। বর্ষাকালে জল জমে একাকার রাস্তা। হাঁটু সমান কাদা। কার্যত পুকুরের রূপ নিয়েছে। বর্ষা ছাড়া অন্য মরশুমেও বেহাল থাকে রাস্তাটি। ইকবালপুর গ্রামের বাসিন্দা আকবর আলি বলেন, কৃষি নির্ভর এলাকা।
আরও পড়ুনঃ গড়বেতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল
রাস্তার বেহাল দশার কারণে মাঠের ফসল বাড়িতে কিংবা বাড়ির ফসল হাটে-বাজারে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে, রাস্তাটির বেহাল দশায় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়াদের পাশাপাশি ক্ষোভ বাড়ছে অফিস কর্মচারীদের মধ্যেও।
স্বাস্থ্য কর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। রাস্তায় অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। ফলে মুমূর্ষ রোগীরা রাস্তার বেহাল অবস্থার কারণে চরম সমস্যায় পড়েন। হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও প্রীতম সাহা অবশ্য বলেন, পঞ্চায়েত থেকে ওই গ্রামের রাস্তা পাকা করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584