নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের আলীনগর গ্রামের রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগ করে এলাকাবাসী বিক্ষোভ করেন।গ্রামবাসীরা ডোমকল ব্লক আধিকারিককে জানালে তিনি সঙ্গে সঙ্গে সেই জায়গায় পরিদর্শনে আসেন এবং রেশন হোল্ডারদের সঙ্গেও তিনি কথা বলেন। বিডিও সাহেব বিষয়টা দেখছি বলে স্থানীয় দের আশ্বাস দেন।
রেশন ডিলার আলতাব মন্ডল তিনি মাল কম দেন বলে অভিযোগ গ্রামবাসীদের।স্থানীয় বাসিন্দা মিনারুল জানান, এই দুর্দিনের সময় অসহায় মানুষদের রেশন কম দিচ্ছেন, যেখানে সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আর সেই পরিস্থিতিতে এখানে আত্মসাৎ করছেন তাদের প্রাপ্য রেশন।
আরও পড়ুনঃ লকডাউনকে থোরাই কেয়ার, ব্যাপক ভিড় বাজারে
তিনি বলেন, এর সুবিচার চাই এবং সকলে যাতে সঠিকভাবে তার প্রাপ্য রেশন পান তার সুব্যবস্থা করতে হবে।সরকারের একটা মাধ্যম রেশন মাধ্যম, যার মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে জিনিসটা পৌঁছে যায় কিন্তু এখানটায় যদি রেশন দোকান সেই সব সামগ্রী আত্মসাৎ করে তাহলে অসহায় মানুষগুলো কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে।
যদিও পুলিশ এবং বিডিওর উপস্থিতিতে আবার রেশন দেয়ার ব্যবস্থা করা হয় এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয় যাতে সুষ্ঠুভাবে পরবর্তী রেশন গ্রাহকরা সঠিক পরিমাণে তাদের প্রাপ্য রেশন পান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584