অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ জিতে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো টিম বিরাট। ৩০২ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৮৯ রানে অল আউট করে ১৩ রানে ম্যাচ জিতল মেন ইনব্লু।
ক্যানবেরোতে সিরিজের শেষ ম্যাচ জিতে স্কোরলাইন ২-১ করল ভারত। ম্যাচে ভারতের হয়ে ৩টি উইকেট শার্দুল ঠাকুরের। অভিষেক ম্যাচে ২টি উইকেট নিলেন টি নটরাজন। তবে ডেথওভারে ম্যাক্সওয়েলকে ৫৯ রানে আউট করে শেষ মুহূর্তে বুমরাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ উইকেটটিও তিনিই নিয়েছেন।
আরও পড়ুনঃ সচিনের রেকর্ড ভেঙে সব থেকে দ্রুত বারো হাজার রানের মালিক বিরাট
টপ অর্ডারে ভালো খেলেন ওপেনার শিখর ধাওয়ান ও শুভমন গিল। এরপর অধিনায়ক বিরাট লড়াকু ইনিংস খেলেন, রাহুল তাড়াতাড়ি আউট হয়ে যান সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে-তে দুরন্ত প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার।
আরও পড়ুনঃ হেরে ভারতীয় ফুটবলারদের দুষলেন ফাউলার
ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারাল ভারত। হার্দিক পান্ডিয়া (৯২) ও জাদেজার (৬৬) ব্যাটিং বিক্রম। ওয়ার্নারকে ছাড়া ওপেনিং করতে নেমে ব্যর্থ লাবুশেন, রান পেলেন না স্মিথ ও রান পেলেন না কিছুটা চেষ্টা করেন ফিঞ্চ ও ম্যাক্সওয়েল। বোলিং লাইনে নটরাজন ও বুমরাহ ২টি করে উইকেট নেন এছাড়া শার্দুল ঠাকুর তিনটি ও জাদেজা আর কুলদীপ একটি করে উইকেট নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584