কোহলির অনবদ্য দৃঢ়তায় প্রোটিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে সংগ্রহ ২০০ পার

0
70

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

একদিকে অসাধারণ বিরাট কোহলি, অন্যদিকে নির্মম কাগিসো রাবাদা.. কেপটাউন টেস্টে প্রথম দিন শেষে প্রোটিয়া পেসারের আগুনে গোলার জবাবে বরফের মতো জমাট রক্ষণাত্মক ছিলেন অধিনায়ক কিং কোহলি।কোহলির ২০১ বলে ৭৯ রানের ইনিংসটি মনে হতে পারে শতকের চেয়েও বেশি! এমন পিচ কন্ডিশনে দৃঢ়তার সহিত ব্যাটিং সত্যি প্রসংশনীয়।

Virat Kohli

গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতীয় দল সকালের সেশনে ৩৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। চারে নামা কোহলি এখান থেকে দলের প্রথম ইনিংসের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে, কাগিসো রাবাদা তাঁকে থামাতে কল্পিত ‘ফোর্থ স্টাম্প’-এ বল করে গেছেন। কখন ভুল করে খোঁচা মেরে বসেন! হ্যাঁ, অফ স্টাম্পের একটু বাইরের বলে চিরায়ত দুর্বলতার বশে কোহলি শেষ পর্যন্ত খোঁচা মেরেই আউট হয়েছেন আর বোলারও ছিলেন রাবাদা; ততক্ষণে ভারতের সংগ্রহ হয়ে গিয়েছিল ২০০ পার।

দলীয় ২১১ রানে কোহলি আউট হওয়ার পর ১২ রান যোগ করতে পেরেছে ভারত। ২২৩ রানে প্রথম ইনিংসে ভারত অলআউট হওয়ার পর ফিরতি হাসিমুখে মাঠ ছাড়ার সুযোগ করে দেন যশপ্রীত বুমরাহ। এই পেসার দিন শেষে বিকেলে তুলে নেন প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে (৩)। ১ উইকেটে ১৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের সংগ্রহ অল্প মনে হলেও কন্ডিশন কঠিন হওয়ায় ব্যাট করাটা সহজ হয়নি কারও জন্যই।

আরও পড়ুনঃ লাল-হলুদ ব্রিগেডদের লড়াই মাঠে মারা গেল ঈশান পন্ডিতার গোলে

কোহলি ঠিক এ জায়গাতেই ব্যতিক্রম। স্ট্রোকের ফুলঝুড়ি না ছোটালেও জমাট রক্ষণ দেখে মনে হয়েছে, রাবাদার আগুনে তোপ সামলানো কত সহজ! রানের খাতা খুলেছেন ১৬তম বলে, অর্ধশতক তুলে নেন ১৫৮ বলে।

আরও পড়ুনঃ আইপিএলের স্পনসর থেকে সরে দাঁড়াল ভিভো, নতুন দায়িত্বে দেশীয় সংস্থা টাটা

শতক না পেলেও রাবাদার সঙ্গে তাঁর ধ্রুপদি লড়াই দর্শকেরা মনে রাখবেন অনেক দিন। দলীয় সংগ্রহের ৩৪ শতাংশ রানই এসেছে কোহলির ব্যাট থেকে। ভারতের আর কেউ ১০০ বলও খেলতে পারেননি। ৭৭ বলে ৪৩ রান করেন চেতেশ্বর পুজারা। ৫০ বলে ২৭ এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে পুজারাকে নিয়ে ১৫৩ বলে ৬২ রানের জুটি গড়েন কোহলি। পন্তের সঙ্গে ১১৩ বলে গড়েন ৫১ রানের জুটি।

চার স্পেলে ২২ ওভার বল করা রাবাদা নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ডুয়ান অলিভিয়েরের সঙ্গে প্রথম স্পেলে জুটি বেঁধে আগুন ঝরান রাবাদা। তাঁর প্রতি চার বল পর ‘ফলস শট’ খেলেছেন ভারতের ব্যাটসম্যানরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here