এয়ারটেলের পথে হেঁটে প্রিপেড প্ল্যানের দাম বাড়াচ্ছে ভোডাফোন-আইডিয়াও

0
172

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নভেম্বর মাসের শেষ থেকে বাড়বে খরচ বাড়বে মোবাইল ফোনের রিচার্জে, একথা দিন কয়েক আগেই ঘোষণা করেছে এয়ারটেল। প্রায় ২০-২৫ শতাংশ বাড়বে এয়ারটেল প্রিপেড প্ল্যানের এমনটাই জানায় সংস্থা। এবার তাদের পথ অনুসরণ করে একই ভাবে দাম বাড়াতে চলেছে ভোডাফোন-আইডিয়াও।

Vodafone Idea

দেশে 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রয়োজন পরিকাঠামো তৈরির, সেই জন্যেই বর্তমান প্রিপেড প্ল্যানগুলির দাম বাড়ানো হচ্ছে বলে জানায় এয়ারটেল। এবার Vi-এর তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২৫ নভেম্বর থেকে প্রিপেড প্ল্যানের দাম বাড়াচ্ছে তারাও। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানের দামও বাড়ছে ২০-২৫ শতাংশ। উল্লেখ্য, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া, এই দুই সংস্থারই বিপুল পরিমাণ এজিআর বকেয়া রয়েছে তবে তা স্থগিত রয়েছে ৪ বছরের জন্য।

একনজরে দেখে নেওয়া যাক Vodafone Idea Limited-এর পুরনো ও নতুন দাম:

 Vi-এর বেসিক প্যাক এখন ৭৯ টাকা, বেড়ে হবে ৯৯ টাকা।

 দৈনিক ১.৫ জিবি ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।

 ১ জিবি ডেটা প্যাকের দাম ২১৯ টাকার বেড়ে হবে ২৬৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।

 দৈনিক ২ জিবি ডেটা প্যাকের প্ল্যান ২৯৯ টাকা থেকে বেড়ে হবে ৩৫৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।

 ৪৪৯ টাকার প্যাক দৈনিক ২ জিবি ডেটা প্যাক, বেড়ে হবে ৫৩৯ টাকা, ভ্যালিডিটি ৫৬ দিন।

 দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাক ৩৯৯ টাকার পরিবর্তে ৪৭৯ টাকা দিতে হবে, ভ্যালিডিটি ২৮ দিন।

 ৮৪ দিনের দৈনিক ২ জিবি ডেটা প্যাকটির দাম ছিল ৬৯৯ টাকা। সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে।

 ৮৪ দিনের প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। তা বেড়ে হবে ৭১৯ টাকা ।

 ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪ জিবি ডেটার জন্য ১,৭৯৯ টাকা দিতে হবে এখন থেকে।

 টপ আপ প্যাকগুলির ক্ষেত্রেও বাড়ছে দাম। ২৮ দিন ভ্যালিডিটির ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে হবে ৫৮ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here