নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নভেম্বর মাসের শেষ থেকে বাড়বে খরচ বাড়বে মোবাইল ফোনের রিচার্জে, একথা দিন কয়েক আগেই ঘোষণা করেছে এয়ারটেল। প্রায় ২০-২৫ শতাংশ বাড়বে এয়ারটেল প্রিপেড প্ল্যানের এমনটাই জানায় সংস্থা। এবার তাদের পথ অনুসরণ করে একই ভাবে দাম বাড়াতে চলেছে ভোডাফোন-আইডিয়াও।
দেশে 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রয়োজন পরিকাঠামো তৈরির, সেই জন্যেই বর্তমান প্রিপেড প্ল্যানগুলির দাম বাড়ানো হচ্ছে বলে জানায় এয়ারটেল। এবার Vi-এর তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২৫ নভেম্বর থেকে প্রিপেড প্ল্যানের দাম বাড়াচ্ছে তারাও। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানের দামও বাড়ছে ২০-২৫ শতাংশ। উল্লেখ্য, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া, এই দুই সংস্থারই বিপুল পরিমাণ এজিআর বকেয়া রয়েছে তবে তা স্থগিত রয়েছে ৪ বছরের জন্য।
Vodafone Idea hikes mobile services rates in the range of 20-25 per cent: Co statement
— Press Trust of India (@PTI_News) November 23, 2021
একনজরে দেখে নেওয়া যাক Vodafone Idea Limited-এর পুরনো ও নতুন দাম:
Vi-এর বেসিক প্যাক এখন ৭৯ টাকা, বেড়ে হবে ৯৯ টাকা।
দৈনিক ১.৫ জিবি ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।
১ জিবি ডেটা প্যাকের দাম ২১৯ টাকার বেড়ে হবে ২৬৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।
দৈনিক ২ জিবি ডেটা প্যাকের প্ল্যান ২৯৯ টাকা থেকে বেড়ে হবে ৩৫৯ টাকা, ভ্যালিডিটি ২৮ দিন।
৪৪৯ টাকার প্যাক দৈনিক ২ জিবি ডেটা প্যাক, বেড়ে হবে ৫৩৯ টাকা, ভ্যালিডিটি ৫৬ দিন।
দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাক ৩৯৯ টাকার পরিবর্তে ৪৭৯ টাকা দিতে হবে, ভ্যালিডিটি ২৮ দিন।
৮৪ দিনের দৈনিক ২ জিবি ডেটা প্যাকটির দাম ছিল ৬৯৯ টাকা। সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে।
৮৪ দিনের প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। তা বেড়ে হবে ৭১৯ টাকা ।
১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪ জিবি ডেটার জন্য ১,৭৯৯ টাকা দিতে হবে এখন থেকে।
টপ আপ প্যাকগুলির ক্ষেত্রেও বাড়ছে দাম। ২৮ দিন ভ্যালিডিটির ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে হবে ৫৮ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584