শ্যামল রায়,বর্ধমানঃ
সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম ঘুরলেন সাইকেলে চেপে রাজ্যের অন্যতম মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ।
এদিন তিনি পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠ থেকে হাজারখানেক মহিলা সাইকেলে চেপে মিছিল করলো।
মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দিলীপ মল্লিক মহিলা নেত্রী আজিজু নেশা খাতুন, যশোদা মন্ডল, সবিতা মজুমদার সুতপা দেবনাথ নমিতা দেবনাথ।
স্বপন দেবনাথ মিছিল করে পথসভা অনুষ্ঠিত করে। বিভিন্ন জায়গায় পথসভায় তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাংলার রাস্তাঘাট থেকে মানুষের সার্বিক পরিকাঠামো উন্নয়ন যেভাবে করেছেন তাতে ভোটাররা আমাদের পাশে আছেন। বিরোধীদের প্রসঙ্গে তিনি জানিয়ে দেন যে উন্নয়নের নিরিখে বিরোধী কেউ প্রার্থী হতে চায়নি বলেই বিরোধীরা সর্বদা মিথ্যা এবং কুৎসা রটাচ্ছে।
তিনি আরো বলেন সরকারের একাধিক প্রকল্প রয়েছে কন্যাশ্রী সবুজ সাথী রুপ শ্রী যুবশ্রী সমব্যথী মানবিক সুযোগ-সুবিধা মানুষ পেয়েছেন।
তাই আমাদের প্রার্থীদের জয় সুনিশ্চিত। তিনি আরো বলেন যে এমন কোনো উন্নয়নমুখী কাজ এলাকায় হয়নি যে মানুষ অভিযোগ করেন।
মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন যে তারা শুধু শিলান্যাস করেই উন্নয়নের কাজ বন্ধ রাখেন না উন্নয়নমুখী কাজ বাস্তবায়িত হয়। তিনি আরও উল্লেখ করেন যে কালনা কাটোয়া মহকুমা জুড়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁত শিল্পী। শ্রীরামপুর গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে তাঁত আরবান হাট তৈরীর কাজ জোরকদমে চলছে। এখান থেকে তাঁতীরা সহজলভ্য তাঁতের সরঞ্জাম সুতো ও রং কিনতে পারবেন।
উন্নয়নের নিরিখেই তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে।
তিনি আরও বলেন যে সিপিএম বিজেপির পাশাপাশি অন্য বিরোধীদলগুলোর এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করা।
তিনি আরও উল্লেখ করেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন সেজন্য আমাদের কোন বোমা-গুলি দরকার হয়না বিরোধীরা হেরে গিয়ে বলছে আমরা নাকি ওদের মনোনয়নপত্র দিতে দেৎনি।আসলে উন্নয়নের কাছে হেরে গিয়ে ওরা প্রার্থী দিতে পারেনি।
আমাদের উন্নয়নের অস্ত্রেই জিতবে তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের শাড়ি পরিধান করে সাইকেল মিছিলে অংশগ্রহণ করেছিল। পূর্বস্থলী দক্ষিন বিধানসভায় এদিন জোরকদমে প্রচার সেরেছেন মন্ত্রী স্বপন দেবনাথ ও অন্যান্য নেতৃবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584