তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
এ রাজ্যে বি জে পি যেভাবে সন্ত্রাসের বাতাবরণ সৃস্টি করছে তার বিরুদ্ধে সবাইকে এক ছাতার তলে এসে লড়াইয়ের সামিল হতে হবে।শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্ট চত্বর ময়দানে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি বলেন ইসলামপুরে দাড়ি ভিট কান্ডের জন্য সম্পুর্ন দায়ী বিজেপি।তিনি বলেন ইসলামপুর কান্ড নিয়ে বিজেপি যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তা গণতন্ত্রের পক্ষে অশুভ।এই ধরনের জঘন্য রাজনীতির তীব্র ধিক্কার জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেত্রীত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন চলছে তা এক কথায় নজিরবীহীন।
শুধু ভারতেরই নজির সৃষ্টি করেনি মমতা ব্যানার্জী সারা পৃথিবীর কাছেও ইতিমধ্যেই নজীর সৃষ্টি করেছে।তিনি বলেন দারিভিট নিয়ে নিহতদের পরিবার যদি সরকারের সাথে কথা বলতে চায় তাহলে সরকার তার জন্য সব সময় প্রস্তুত আছে।নিহত পরিবারের মানুষজন যাদের সাথে কথা বলতে চান তাদের সব ব্যবস্থা সরকার করে দেবে।তাদের সাথে কথা বলেই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা যেতে পারে বলে শুভেন্দু বাবু জানান।এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি অমল আচার্য্য সহ জেলার মন্ত্রী গোলাম রব্বানী নিহত দুই পরিবারের বাড়িতে গিয়ে সব রকম আশ্বাস দিয়ে এসেছেন।শুভেন্দু বাবু বলেন “আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনায় পুলিশ কোনভাবেই গুলি করেনি।”শুভেন্দু বাবু বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই এলাকায় যদি বিজেপি কোনভাবে পুনরায় গন্ডগোল পাকাতে চায় তাহলে তৃণমূল তা সবদিক দিয়েই প্রতিহত করবে।
আরও পড়ুনঃ সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584