‘কিষাণ সম্মান নিধি’ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

0
39

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের টুইট আর পত্রযুদ্ধ থামার কোন লক্ষণ নেই। রবিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশকর্মীরা ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছে বলে তোপ দেগেছিলেন। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানতে চাইলেন, ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ যোজনার সুবিধা থেকে কেন বাংলার কৃষকরা বঞ্চিত হবেন?

Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, রবিবার ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ‘ প্রায় সাড়ে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা সরাসরি ট্রান্সফার করেছেন। অথচ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি রাজ্যে চালু করতে না দেওয়ায় রাজ্যের কৃষকরা এই যোজনার লাভ পাচ্ছেন না। এই প্রসঙ্গেই সোমবার প্রথমে টুইট করেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ তথাগত’র

তিনি লেখেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতায় ও অকর্মণ্যতায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।’ এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানতে চেয়েছেন কেন রাজ্যের কৃষকরা বঞ্চিত হবেন?

এর আগে রবিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটের খোঁচা দেন, ‘ কেমন চলছে রাজ্যপাট? শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস ১৬৬ (৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশ ‘ উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here