মাধ্যমিকের প্রকাশিত ফলে কমল পাশের হার,মেধা তালিকায় জেলার ছাত্রদের প্রাধান্য

0
8712

নিউজ ডেস্ক,কলকাতাঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলফল প্রকাশিত হল।এবছরের প্রাকাশিত ফলে পাশের হার নিম্নমুখী, ৮৫.৪৯ শতাংশ যা গত বছরের তুলনায় ০.১৬ শতাংশ কম।মেধাতালিকায় কলকাতাকে পিছনে ফেলে জেলার ছাত্রছাত্রীরা জায়গা করে নিয়েছে।প্রথম স্থানে আছে কোচবিহারের সুনীতি একাডেমির সঞ্জীবনী দেবনাথ তার প্রাপ্ত নম্বর ৬৮৯।দ্বিতীয় স্থানে বর্ধমানের শীর্ষেন্দু সাহা তার প্রাপ্ত নম্বর ৬৮৮।তৃতীয় স্থানাধিকারী তিনজন সুনীতি একাডেমির ময়ূরাক্ষী সরকার,জলপাইগুড়ির নীলব্জা দাস এবং উত্তর ২৪ পরগনার মৃন্ময় মন্ডল তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬।সপ্তম হয়ে কলকাতার মান রক্ষা করেছে বরাহনগর রামকৃষ্ণ মিশনের সার্থক তালুকদার তার প্রাপ্ত নম্বর ৬৮৩।

এবছরের প্রকাশিত ফলে সাফল্যের হারে এগিয়ে পূর্বমেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.১৩ শতাংশ। কলকাতায় সাফল্যের হার ৯১.১১ শতাংশ। সাফল্যের হারে কলকাতার স্থান তৃতীয়।নতুন জেলা হিসাবে কালিম্পংয়ে পাশের হার ৮৬.৯৫ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা পরীক্ষার্থীর সংখ্যা আগের থেকে বেড়েছে।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যাছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।তার মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন যা মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ।১২ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা, ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

সকাল ১০টা থেকে নিম্ন লিখিত ওয়েবসাইটগুলি থেকে ফলাফল জানা যাবে । ওয়েবসাইটগুলি হল: wbresults.nic.in, wbbse.org, exametc.com, indiaresults.com, school.gradeup.co, schools9.com, vidyavision.com, jagoranjosh.com, results.shiksha, westbengalonline.in ইত্যাদি। এছাড়া www.exam.etc.com এ রোল ও মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে এস এম এসে রেজাল্ট চলে আসবে। এছাড়াও এস এম এসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here