শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিষয় যাই হোক, নিত্যনতুন ট্যুইট করে বিতর্ক উত্থাপন রাজ্যপালের কাছে নতুন কিছু নয়। এবার ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের এবার যোগ দিবস পালনের নির্দেশ দিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগামী ২১ জুন যোগ দিবস পালনের নির্দেশ আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রাজ্যপালের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে।
জানা গিয়েছে, রাজ্যের যেখানে যেখানে আচার্য হিসাবে রয়েছেন রাজ্যপাল, এদিন রাজভবন থেকে রাজ্যের সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির কাছে ওই নির্দেশিকা গিয়েছে। সেখানে বলা হয়েছে, নিজের বাড়িতে সোশ্যাল মিডিয়ার সামনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাভ্যাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও তরুণ প্রজন্মের সামনে উপাচার্যদের বার্তা তুলে ধরতে হবে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, বেলগড়িয়ার বাড়িতে ফিরল কফিন বন্দী শহীদ রাজেশের দেহ
তবে এই নিয়েও রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের জায়গা রয়েছে রাজ্যপালের। রাজ্য সরকার ইতিমধ্যেই একটি আইন প্রণয়ন করেছে যে, রাজ্যপাল এবার থেকে আর কোনও উপাচার্যকেই সরাসরি কোনও নির্দেশ দিতে পারবেন না। তাঁর কিছু বলার থাকলে তা জানাতে হবে রাজ্য সরকারকে। এরপর রাজ্য সরকারই এই সম্পর্কে যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করবে, সেটাই তাঁরা করবে। কিন্তু রাজ্যপাল নিজেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দাবি করে বারবার এই ধরনের মন্তব্য করায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক।
আরও পড়ুনঃ ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা প্রবেশ করতে পারেনি, কোনও সেনা চৌকিও দখল হয়নি মোদী
করোনা আবহেই নিজে উদ্যোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল। তা নিয়ে পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যেই রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, ‘রাজ্যপাল মস্তানি করছেন। অনুরোধ করছি, এটা করবেন না।’ ফের রাজ্যকে এড়িয়ে রাজ্যপাল এভাবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় নির্দেশিকা পাঠানোয় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584