ঝাড়গ্রামে লোধা শবরদের শীতবস্ত্র বিতরণ

0
64

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে লোধা শবরদের শীতবস্ত্র বিতরণ করা হয়।এদিন বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি অঞ্চলের ডালকাটি এলাকার লোধাপাড়াতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এইদিন মোট ১৫০ উপভোক্তার হাতে কম্বল,চাদর, ধুতি ও চাল, বিতরন করা হয়েছে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠান। নিজস্ব চিত্র

এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রামের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা। উল্লেখ্য লালগড়ের পূর্ণাপানি গ্রামে চলতি মাসের গত চার তারিখ থেকে এগারো নভেম্বরের মধ্যে মোট চারজন লোধা শবরের মৃত্যুর ঘটনার পর জঙ্গলমহলের লোধা শবর সম্প্রদায় ভুক্ত মানুষজনদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রতি বিশেষ নজর দেওয়া শুরু করেছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here