পিয়ালী দাস,বীরভূমঃ
বিনা অস্ত্রোপচারে এক শিশু কন্যার গলা থেকে কয়েন বের করলেন চিকিৎসক।বুধবার রাত্রে কাটা ছেড়া না করেই বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক এ কাজটি করেছেন।শিশু কন্যাটি বর্তমানে সুস্থ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বীরভূমের পারুই থানার চৌমন্ডলপুর গ্রামের ন’বছর বয়সী শিশু কন্যা নাজমা খাতুন একটি দু’টাকার কয়েন গিলে ফেলে। বাবা নাজিমুল মোল্লা মেয়েকে নিয়ে সন্ধ্যা বেলায় সোজা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসেন।সেখানে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব দত্ত চিকিৎসা শুরু করেন।এক্স-রে করে দেখেন গ্রাসনালী তে আটকে আছে কয়েনটি।
রাত্রে বেলায় মাত্র মিনিট পনেরো চেষ্টায় বিশেষ পদ্ধতিতে ঐ শিশু কন্যার গলা থেকে কয়েনটি বের করে দেন।শিশু কন্যার বাবা নাজিমুল মোল্লা বলেন, “সরকারি হাসপাতালে অনেক সময়ই বিভিন্ন অভিযোগ ওঠে চিকিৎসা নিয়ে,কিন্তু সেই সরকারি হাসপাতালে চিকিৎসক আমার মেয়েকে সুস্থ করে দিয়েছে।” চিকিৎসক অর্ণব দত্ত বলেন,একটি বিশেষ পদ্ধতিতে কোনো কাটাছেঁড়া ছাড়ায় শিশু কন্যার গলা থেকে কয়েন বের করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584