স্বামী-সন্তান ফেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে হাজির মহিলা

0
288

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

বিয়ের দাবিতে ছেলের বাড়ির সামনে ধর্ণায় বসলেন এক বিবাহিত মহিলা। ছেলের বাবা অনিমেষ রায়ের দাবি, তিন মাস যাবত তাঁর ছেলের কোনও হদিশ তাঁরা পাচ্ছেন না।

ছেলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমন কি সমস্যা সমাধানে গ্রাম্য শালিশী বসাবেন বলেও মনে করেছেন অনিমেশবাবু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

woman claims about wedding | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ থানার কাকড় সিংহের বাসিন্দা ধর্মেন্দ্র রাজবংশীর সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণা রাজবংশীর। তাঁর দুই ছেলে। মোবাইলে মিস কল থেকে কৃষ্ণার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তিলগাঁ বাসিন্দা অনিমেশ রায়ের ছেলে শুভেন্দু রায়ের। দীর্ঘ ছয় বছর তাঁদের মধ্যে এই সম্পর্ক বলে দাবি করেছেন কৃষ্ণা।

woman claims about wedding | newsfront.co
কৃষ্ণা রাজবংশী, বিয়ের দাবি করা মহিলা। নিজস্ব চিত্র

সম্পর্কে থাকাকালীন শারিরিক সম্পর্কও হয় দুজনের। পরবর্তীতে তাঁরা বিয়ে করেন। পরবর্তীতে বিবাহ বহিভূর্ত সম্পর্কের কথা জানতে পারেন ধর্মেন্দ্র।

আরও পড়ুনঃ সীমান্তে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরায় আটক মৎস্যজীবী

woman claims about wedding | newsfront.co
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিজস্ব চিত্র

এই সম্পর্কের কথা জানার পরই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। স্বামী-স্ত্রীর বিবাদের কথা শুভেন্দুকে জানালে শুভেন্দু তাঁকে কিছুদিন অপেক্ষা করতে বলেন।

father of suvendhu | newsfront.co
অনিমেষ রায়, শুভেন্দুর বাবা। নিজস্ব চিত্র
local person | newsfront.co
দীপক রাজবংশী, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ধর্মেন্দ্রের অত্যাচার বেড়ে যাওয়ায় আজ সকালে শুভেন্দুর বাড়িতে হাজির হন কৃষ্ণা। শুভেন্দুর পরিবার তাঁকে বাড়িতে ঢুকতেই দেয়নি। বাধ্য হয়েই সে বাড়ির গেটের সামনে বসে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুভেন্দুর বাবার অভিযোগ, চরিত্রহীন মহিলা যে কোনও সময় যাকে তাকে স্বামী বলে দাবি করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here