নাবালিকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা না পাওয়ায়, পথে নামল বেলদার মহিলারা

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এক নাবালিকা মেয়ের নিখোঁজের অভিযোগ জানিয়েও প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় আন্দোলনের পথে নামল মহিলারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত দাঁতন দু নম্বর ব্লকের সাউরি এলাকায়।

women protest | newsfront.co
আন্দোলনরত মহিলারা। নিজস্ব চিত্র

নিখোঁজ নাবালিকার নাম সুদীপা দাস, বাড়ি ঘাটাল এলাকায়। বেলদা থানার সাউরি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। তারপর গত দু তারিখ তার মামার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকেরা বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই মেয়ের নিখোঁজের পেছনে কোন ছেলের হাত রয়েছে সেই সম্ভাবনা নিয়ে তাঁর নাম পরিচয়ও জানান তাঁরা।

আরও পড়ুনঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যে বিধানসভায় প্রস্তাব পাশের উদ্যোগ

তার পরেও বেশ কিছুদিন চলে যাওয়ায় পুলিশ প্রশাসন কোন ভাবে সহযোগিতা করছেন না, এই অভিযোগ এনে পরিবারের লোকেরা বেলদা থানার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থানে বসে, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে আন্দোলন করতে থাকে।

পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তাঁরা আন্দোলন তুলে নেন। নিখোঁজ নাবালিকার মা সুতপা দাস জানান -“পুলিশ আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।খুব তাড়াতাড়ি দোষীদেরকে গ্রেফতার করা হবে বলেছেন।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় চিতাবাঘের আতঙ্ক, ত্রস্ত এলাকাবাসী

ইতিমধ্যে যে ছেলেটি আমার নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়েছে এই সন্দেহে ছেলের মা কে আটক করেছে পুলিশ। তবে পরবর্তী ক্ষেত্রে যদি ছেলে গ্রেফতার না হয় বা আমাদের মেয়েকে যদি আমরা ফিরে না পাই তবে বৃহত্তর আন্দোলনে নামব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here