মনিরুল হক, কোচবিহারঃ
সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে খাবার নিম্নমানের। নেই পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা। আর সেই নিম্নমানের সরকারি খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বাঁশ টেনে বিক্ষোভ দেখাল পরিযায়ী শ্রমিকরা৷ একই ভাবে পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত সরকারি ব্যবস্থার দাবিতে বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রাও৷ ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের সরকারি কোয়ারেন্টাইনে৷ ওই কোয়ারেন্টাইন সেন্টারে ৯৭জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে৷ এই সব অভিযোগে প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারের পাশে রাস্তায় খাবার ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। বুধবার সকাল আটটা থেকে শুরু হয় বিক্ষোভ৷ একইভাবে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷
স্থানীয় বাসিন্দাদের দাবি পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে,তারা খাবার না পেয়ে ধূলিয়া বাজারে খাবারের খোঁজে আসছেন এতে স্থানীয়রা সংক্রমণের ভয় করছেন। তাই তারাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷ খবর পেয়ে ছুটে আসেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং মেখলিগঞ্জ থানার পুলিশ৷
এদিন এবিষয়ে এক পরিযায়ী শ্রমিক জানান, তাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, পানীয়জল, শৌচাগার নেই, তাই তারা কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাইরে এসে বিক্ষোভ দেখান৷
আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের দাবিতে রাস্তায় বামেরা
অন্যদিকে,বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৃষ্ণকান্ত রায় জানান “পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে খাবার, পানীয়জলের ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন। তারা আতঙ্কে রয়েছেন৷ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামব৷” মেখলিগঞ্জ বিডিও ইউডেন ভূটিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ওই বিষয়ে কিছু বলেননি, তবে ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বলে খবর৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584