সুদীপ পাল, বর্ধমানঃ
আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। আজ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন। তার আগেই কল্যানেশ্বরীতে পুজো দিলেন তাঁর স্ত্রী। তিনি প্রথমে ঝাড়খণ্ডের কাতরাসের রামমন্দিরে পুজো দেন, সেখান থেকে এসে পৌঁছান কল্যানেশ্বরী। তাঁর সাথে ছিলেন প্রধানমন্ত্রীর আত্মীয় অশোক মোদি।
যশোদাবেনকে দেখতে মন্দির চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশি নিরাপত্তায় এলাকা মুড়ে দেওয়া হয়েছিল আগে থেকেই। অশোক মোদি একটি দোকান থেকে পূজোর জিনিসপত্র কিনে আনার পরে সেই ডালা হাতে নিয়ে মূল মন্দিরের ঢোকেন যশোদাবেন।
আরও পড়ুনঃ নারী-শিশু পাচার ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা শিবিরের আয়োজন ডোমকলে
সাধারণত এই মন্দিরে বিশিষ্ট কেউ পুজো দিতে গেলে সাধারণ পূণ্যার্থীদের নিরাপদ দূরত্বে রাখা হয়, এক্ষেত্রেও সেই নিয়ম মানা হয়েছে। মন্দিরের সেবায়েতদেরই শুধুমাত্র তাঁর কাছে যাওয়ার অনুমতি ছিল। মন্দির প্রদক্ষিণ করে তিনি ফিরে যান তারপর। পূজারিরা বলছেন, পুজো শেষে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584