নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
এবার যোগী আদিত্যনাথের ‘মোদী কি সেনা ‘ মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন সেনা আধিকারিকরা।নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাঁরা আর্জি জানিয়েছেন ভারতীয় সেনাদের রাজনীতির বাইরে রাখা উচিত।সেনারা কোন রাজনৈতিক বা কোন ব্যক্তিগত সম্পত্তি নয় ।
উল্লেখ্য,গতকাল নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় সেনাকে ‘ মোদী কি সেনা ‘ বলে দাবি করলে দেশ জুড়ে তুমুল বিতর্কের ঝড় ওঠে ।বিপাকে পড়েন যোগী আদিত্যনাথ ।তার এই মন্তব্যে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে কিনা তা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আজ যোগীর ওই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকরা।প্রাক্তন নৌসেনা প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস যোগী আদিত্যনাথের মন্তব্যে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন।প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মোহন ভাণ্ডারি ও যোগীর এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন।তিনি জানান “যখন আমি ৫০ বছর আগে সেনায় যোগ দিয়েছিলাম,তখন আমাদের বলা হয়েছিল যে আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান।এখনও সেটাই বলা হয়। কারণটা খুবই স্পষ্ট।আমাদের সেনা প্রধানই আমাদের বস।ব্রিটিশদের রীতি–প্রথাকেই ভারতীয় সেনা এখনও পর্যন্ত অনুসরণ করে চলেছে।সেনাবাহিনী কোনওভাবেই কোনও সরকার বা কোনও দলের অধীন নয়।”
আরও পড়ুনঃ মোদীর জন্য সভায় যোগ দিতে চল্লিশ মিনিট দেরি মমতার
উল্লেখ্য ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের সেনারা স্বাধীন ও অরাজনৈতিক।গতকাল যোগী আদিত্যনাথের মোদীর সেনা মন্তব্যের পর দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়।বিরোধীরা অবশ্য এ নিয়ে আদিত্য নাথের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে দেরি করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584