রবিবার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ জি বাংলায়

0
1057

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Sonar Sansar Award show | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত

২২ মার্চ। ওই দিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা অবধি সকলকে গৃহবন্দি হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ ‘করোনা’।

award show | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত

রবিবার মানেই আমাদের কাছে জমিয়ে খাওয়া, ভরপুর ঘুম আর চুটিয়ে ঘোরার দিন। খাওয়া আর ঘুমটা হবে ঠিকই, ঘোরাটা নাস্তি। ঘরবন্দিদের তাই সেদিনের একমাত্র রসদ টিভি কিংবা মোবাইল।

আরও পড়ুনঃ হঠাৎ ছুটিতে চাকদায় আলো

zee bangla award show | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত

ঘটনাচক্রে ওই দিনই বাংলা টেলি দর্শকের জন্য আসছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২০’। প্রতিদিন সন্ধ্যায় যাঁদের সমস্যা আর ভাল থাকা নিয়ে সময় কাটে টেলিদর্শকের, তাঁরাই এবার খেল দেখাবেন মঞ্চে।

Zee bangla sonar sansar award | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত
award | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত

দর্শকের আদরের চরিত্র আলো থেকে শুরু করে শ্যামা, নয়ন, রানি, রাধিকা, রোহিনী, শবনম, কাদম্বিনী, দৃপ্ত, কর্ণ, ফিরকি, লক্ষ্মী, রায়া, সৌদামিনী কে না থাকবেন মঞ্চে? এ ছাড়াও সৌরভ গাঙ্গুলি, রচনা ব্যানার্জি, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, কাঞ্চন মল্লিক, মীর, অপরাজিতা আঢ্য সহ আরও অনেককে নিয়ে রয়েছে তারকাদের এক লম্বা লিস্ট।

award show | newsfront.co
চিত্রঃ জি বাংলা সূত্রে প্রাপ্ত

আরও পড়ুনঃ আটকে গেলো ‘গুলদাস্তা’র রিলিজ

নাচ, গান, মজা আর তার সঙ্গে ধামাকেদার পুরস্কার বিতরণ- সব মিলিয়ে ভরপুর মস্তি ২২ মার্চ ঠিক সন্ধে ৭ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here