টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮,শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক:

রাত থেকে টানা ঝড় বৃষ্টির তান্ডবে বিপর্যস্ত অবস্থা মুম্বাই শহরের। একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘরও। চেম্বুর ও ভিকরোলি এলাকা মিলিয়ে এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে। আহতের সংখ্যা বহু। খোঁজ পাওয়া যাচ্ছেনা অনেকেরই। গোটা শহরজুড়েই জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

house damage | newsfront.co

শনিবার রাত থেকে রবিবার ভোর অবধি টানা বৃষ্টি হয়েছে মুম্বই ও সংলগ্ন অঞ্চলে। জলমগ্ন গোটা এলাকা। আবহাওয়া দফতর জারি করেছে রেড অ্যালার্ট। চেম্বুরের ভরত নগর এলাকা থেকে ১৫ জন ও ভিকরোলির সূর্যনগর থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে ভাঙা বাড়ির নীচ থেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাটিতে ধস নামায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে সন্দেহ, চলছে উদ্ধারকার্য। ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও অবধি উদ্ধার হয়েছে ১১টি মৃতদেহ।

আরও পড়ুনঃ কম্পিউটারের প্রোগ্রামিং পাল্টে ৩৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

চুনাভাট্টি, সিয়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর, কুর্লা এলবিএস রোডের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণ জলমগ্ন। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, গতকাল রাত আটটা থেকে রাত ২টো অবধি ১৫৬.৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। পূর্ব শহরতলিতে ১৪৩.১৪ মিলিমিটার ও পশ্চিম শহরতলিতে ১২৫.৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

১৮ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

একাধিক দুরপাল্লার ট্রেনও বাতিল বা সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here