মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি এমন মানুষের সংখ্যাটা কম নয়। এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৫৮ কোটির বেশি মানুষ। এখনও টিকার দ্বিতীয় ডোজ পাননি বহু মানুষ। এদিকে, আসন্ন করোনার তৃতীয় ঢেউ। তাই জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর। তবে এখন দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবণতাও বেড়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সম্প্রতি একটি জাতীয় সংবাদ মাধ্যমের দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্টে বলা হয়েছে, দেড় কোটির বেশি ভারতবাসী এখনও কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেননি। ২ মে পর্যন্ত কতজন করোনার প্রথম ডোজ নিয়েছিল এবং এখনও পর্যন্ত কতজন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সেই তথ্যের বিচার করেই নাকি এই পরিসংখ্যান সামনে এসেছে।
প্রসঙ্গত, গোটা দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় টিকা করণের উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ তো দূর এখনও দেশে প্রথম ডোজ পাননি এমন মানুষের সংখ্যাও কিছু কম নয়। গত ১৩ নভেম্বর সরকারের তরফে কোভিশিল্ড টিকার দু’টি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানো হয়েছিল। কোভিশিল্ড টিকা নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পরে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন সাধারণ মানুষ। এদিকে, কোভ্যাক্সিনের জন্য দু’টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৪ থেকে ৬ সপ্তাহ।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যাবে করোনা টিকার স্লট, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
দেশে ফের সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৫ হাজার ৪৬৭ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখের বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584