রায়গঞ্জে করোনাজয় করে বাড়ি ফিরল ১০ জন

0
46

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ ও ৪ বছরের শিশু সহ মোট ১০ জন করোনা জয়ী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে । প্রায় দিন দশেক আগে এরা করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

corona hospital | newsfront.co
নিজস্ব চিত্র

সুস্থ হয়ে ওঠা একজন সমীরবাবু জানান, ‘করোনা আক্রান্ত জানার পর প্রথমে একটু ভেঙে পড়েছিলাম। কিন্তু বাড়ি এবং কোভিড হাসপাতালের লোকজন আমাকে নানাভাবে সাহস দিয়েছেন”। তাই কঠিন এই লড়াইয়ে তিনি কখনও হাল ছাড়েননি।

আরও পড়ুনঃ করোনা রুখতে পথে সুন্দর বনের বন্যপ্রাণের আঙ্গিক

আর ও জানাযায় ১০ জন সংক্রমিত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বৃহস্পতিবার রাতেই বাড়ি ফিরেছেন ।এই ঘটনায় অনেকটাই স্বস্তিতে চিকিৎসক মহল। সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের মধ্যে ২জন পুলিশকর্মী তাদের স্ত্রী ও পুত্র রয়েছেন আর ১জন নার্স ও তার ৪ বছরের শিশুও রয়েছেন ।

রায়গঞ্জ কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ‘বৃহস্পতিবার মোট ১০ জনকে সুস্থ করে বাড়ি ফেরানো হল। তাদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধ ও ৪ বছরের শিশুও রয়েছে। এই মুহূর্তে ৭২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। আশা করছি বাকিরাও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here