নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা মনুষ্য সমাজের অমানবিক আচরণটা প্রকাশ্যে নিয়ে আসল। ফের সভ্য সমাজের নগ্ন চিত্র ধরা পড়ল গড়বেতায়।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়া এলাকায় মঙ্গলবার এক ব্যক্তি অসুস্থ হয়ে তার নিজের বাড়িতেই মারা যায়। কিন্তু করোনা আতঙ্কের জন্য তার আত্মীয়স্বজন থেকে প্রতিবেশীরা কেউ তার বাড়িতে আসেনি।
যার ফলে সমস্যায় পড়েন মৃতব্যক্তির বাড়ির লোকেরা। মৃতদেহ সৎকার করার জন্যও কেউ এগিয়ে আসেনি। অবশেষে বিষয়টি জানতে পেরে আমলাগোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ নাগ বিষয়টি গড়বেতা থানা ও গড়বেতা এক ব্লকের বিডিওকে জানায়।কিন্তু থানায় কোন গাড়ি না থাকায় সমস্যা দেখা দেয়। অবশেষে ব্যক্তিগত উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নেতা ফারুক মোহাম্মদ একটি গাড়ির ব্যবস্থা করে।
আরও পড়ুনঃ পলসন্ডায় পোস্টঅফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ
সেই গাড়িতে করে গড়বেতা এক ব্লকের বিডিও ও স্থানীয় উপপ্রধান বিকাশ নাগ মৃতদেহটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি পরীক্ষা করে দেখবে কি কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে।তবে প্রায় ১০ ঘন্টা বাড়িতে পড়েছিল ওই ব্যক্তির মৃতদেহ। অবশেষে উপপ্রধান বিকাশ নাগের চেষ্টায় মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ বহরমপুরে জমি সংক্রান্ত বিবাদে বোমাবাজি
কিন্তু যেভাবে করোনা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার রেশ দেখা গেল আমলাগোড়া গ্রামে ।তাই মৃত ব্যক্তিকে দাহ করতে এবং নিয়ে যাওয়ার জন্য তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও কেউ এগিয়ে এলনা। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে মৃতদেহ পরীক্ষা করার পর যদি করোনা আক্রান্ত না হয়ে যদি ঐ ব্যক্তি মারা যায় তাহলে মৃত ব্যক্তির দেহ সৎকারের জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584