নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভুট্টা খেতে জল দেওয়ার সময় শেয়ালের আক্রমনে জখম হলেন দশজন গ্রামবাসী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বরুয়া এলাকার গৈতর গ্রামে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে জমি নিয়ে বিবাদে আহত দুই ব্যক্তি, পলাতক এক
সেখানে আটজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, সকালে ভুট্টা খেতে জল দেওয়ার সময় আচমকা একটি শেয়াল তাদের উপর হামলা করে। বেশ কয়েকজনকে শেয়ালটি কামড়ায়। আহত দশজনের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও শীতগ্রাম এলাকায় শেয়ালের কামড়ে ১৫ জন জখম হয়েছিল। কমলাবাড়ি, মারাইকুড়া এলাকাতেও শেয়ালের হানায় বেশ কয়েকজন জখম হয়েছিলেন। সাম্প্রতিককালে শেয়ালের উপদ্রব গ্রামাঞ্চলে বেড়ে যাওয়ায় চিন্তিত এলাকার মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584