বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের গ্ৰেফতার, বাড়তি ১০০ কোম্পানি আধাসেনা বাহিনী মোতায়েন

0
102

ওয়েবডেস্কঃ

গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ের উপর জঙ্গি হামলার পর দেশ জুড়ে তোলপাড় চলছে ।

হামলার পর কাশ্মীরের ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা ও সুযোগ সুবিধা তুলে নিয়েছে কেন্দ্র । এদের মধ্যে কয়েকজন হলেন সৈয়দ আলি শাহ গিলানি, শাবির শাহ, সালিম গিলানি প্রমুখ। কাশ্মীরে চলতে থাকা গণ বিক্ষোভের মধ্যেই প্রায় ১০ এর বেশি বিভিন্ন সংগঠনের  নেতাকে গ্রেফতার করা হয়েছে । এর মধ্যে আবার গতকাল রাতে জামাত-ই-ইসলামি, হুরিয়ত সহ বেশ কিছু সংগঠনের  নেতাদের গ্রেফতারের  ফলে তাদের অনুগামীরা যাতে বিক্ষোভ না করতে পারে তার জন্য “আর্জেন্ট নোটিশের” মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বাড়তি ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনীকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় কাশ্মীরে। প্রতিটি কোম্পানিতে প্রায় ৮০ জন থেকে ১৫০ জন করে সেনা থাকেন । সেই হিসেবে  মোট ১০ হাজার বাড়তি আধাসামরিক বাহিনীর কাশ্মীরে মোতায়েন হয়েছে । সূত্রের খবর , এর মধ্যে ৪৫ কোম্পানি সিআরপিএফ, ৩৫ কোম্পানি বিএসএফ, ১০ কোম্পানি সশস্ত্র সেনা ও ১০ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সেনা রয়েছে ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে যে জামাত-এ-ইসলামির মুখপাত্র বলেছেন “এখানকার বিশেষ অবস্থানের বিষয়টি যখন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন, তখন এ ধরনের ঘটনা সন্দেহ জাগায়। কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৫এ ধারা অনুসারে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা। তার আগে নিরাপত্তা বাহিনী যেভাবে গণহারে গ্রেফতারি করছে এবং জামাতের বেশ কয়েকজন নেতাকে আটক করা হচ্ছে, তাতে মনে হচ্ছে পর্দার আড়ালে কিছু ঘটে চলেছে।”

 

জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি রয়েছে । পুরো কাশ্মীর জুড়ে টহল দিচ্ছে নিরাপত্তারক্ষীরা । ফের সাথে বাড়তি দশ হাজার আধা সামরিক বাহিনীর মোতায়েনের ফলে নিরাপত্তা আরও জোরদার হলো কাশ্মীরে ।
তবে কাশ্মীরে হুরিয়ত ও জামাত-এ-ইসলামী হিন্দ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি । টুইটারে ক্ষোভ উগরে তিনি লেখেন ” গত ২৪ ঘন্টায় একাধিক হুরিয়াত নেতাসহ জামাত কর্মীদের গ্রেফতার করা হয়েছে । কেন এমন স্বৈরাচারী সিদ্ধান্ত নেয়া হচ্ছে তা বুঝতে ব্যর্থ হচ্ছি । আপনি কোন ব্যক্তিকে জেল দিতে পারেন কিন্তু তার আদর্শকে নয় !”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here