নিজস্ব সংবাদদাতা,মালদহঃমহত্মা গান্ধী এন আর ই জি এস প্রকল্পের একশো দিনের কাজের টাকা না পেয়ে ক্ষোভে পঞ্চায়েত অফিস তালা মেরে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন একশো দিনের কাজের মহিলা কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় প্রধান সহ পঞ্চায়েত অফিসের কর্মীরা ক্ষোভের মুখে পড়ে আটকে রয়েছেন পঞ্চায়েত অফিসের ভিতরেই। এদিন গাজোলের কচুয়া, লক্ষীপুর, হরিদাস সহ বেশ কিছু এলাকার প্রায় শতাধিক মহিলারা সমবেত হয়ে অঞ্চল অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে।তারা অভিযোগ করে জানান বিগত দিনে তারা একশো দিনের কাজ করে প্রায় এক বছর এমনকি দুবছর ধরে টাকা পাইনি তাই অবশেষে ক্ষোভে তারা এইদিন তালা বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন।এই বিক্ষোভের জেরে অফিসের ভিতরেই আটকে রয়েছেন প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা। এখনো পর্যন্ত বিডিও দপ্তর থেকে কোন আধিকারিক আসার খবর পাওয়া যায়নি। চলছে বিক্ষোভ।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584