ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
সময়ের সঙ্গে সঙ্গে করোনার দাপট বেড়েই চলেছে। অন্যদিকে,সরকার মনে করছে, দেশের করোনা পরিস্থিতি সার্বিকভাবে উদ্বেগের নয়, তার প্রমাণ সুস্থতার গ্রাফ যা ক্রমেই চড়ছে।
Single-day spike of 62,064 cases and 1,007 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 22,15,075 including 6,34,945 active cases, 15,35,744 cured/discharged/migrated & 44,386 deaths: Ministry of Health pic.twitter.com/K3wcsEuAy5
— ANI (@ANI) August 10, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬২০৬৪ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ১০০৭ জনের।
এই মুহূর্তে দেশে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ লক্ষ ১৫ হাজার ৭৫ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৩৪ হাজার ৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫লক্ষ ৩৫ হাজার ৭৪৪ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৩৮৬।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584